কুষ্টিয়া সদর উপজেলা কুষ্টিয়া জেলার কেন্দ্র বিন্দুতে অবস্থিত। সৈয়দ মর্তুজা আলীর মতে, "কোষ্টা" (পাট) থেকে "কুষ্টিয়া" নামকরণ হয়েছে। ১৯৪৮ সাল পর্যন্ত বর্তমান কুষ্টিয়া জেলার নাম নদীয়া ছিল। প্রশাসনিক অসুবিধার জন্য তৎকালীন জেলার ম্যাজিস্ট্রেট ও ইতিহাসবিদ সৈয়দ মর্তুজা আলী জেলা সদরের নামানুসারে বর্তমান কুষ্টিয়া জেলার নাম প্রচলন করেন। স্থায়ীভাবে লোক মুখে কুষ্টিয়াকে কুষ্টে বলে। ৬টি উপজেলা নিয়ে গঠিত কুষ্টিয়া জেলার সদর উপজেলাকে কেন্দ্র করে কুষ্টিয়া জেলার অতীত , বর্তমান, শিক্ষা,কৃষি, সংস্কৃতি, ইতিহাস- ঐতিহ্য, সংগ্রাম , রাজনীতি, শিল্প বাণিজ্যসহ সকল কর্মকান্ড পরিচালিত হয়ে আসছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস