বর্তমান কুষ্টিয়া জেলায় চেয়ে নির্ভুল ভাষা উচ্চরণভঙ্গি একমাত্র যশোর জেলা ছাড়া বাংলাদেশের অন্য কোন জেলায় পাওয়া যায় না। কুষ্টিয়া জেলার সদর উপজেলার সাধারণ মানুষ বিভিন্ন স্থানে স্বতন্ত্র টানে উচ্চারণ করে থাকে। অত্র উপজেলায় বাংলা ভাষা অত্যন্ত স্পষ্ট, উচ্চারণে জড়তাহীন, শ্রুতিমধুর এবং সকলের নিকট সহজে বোধগম্য।
কুষ্টিয়া সদর উপজেলার উল্লেখযোগ্য বিষয় হল সাংস্কৃতিক অবদান। লোকসংস্কৃতি বা গ্রামীণ সংস্কৃতি নানাভাবে সূদীর্ঘকাল ধরে পুষ্টি লাভ করছে। নানা উৎসব আয়োজনে বিভিন্ন ধরনের গীত,গান, বাজনা, কবিগান, ভাবগান, পুঁথিপাঠ, কৃষানের মেঠো গান, যাত্রা, সার্কাস, পাঁচালী, অষ্টকগান, পদ্মপূরানের গান সর্বদা মুখরিত করে রেখেছে। বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে এখানে বাউল গান , পালা গান, আড়ং ও মেলা, পুতুল নাচ, নৃত্য অনুষ্ঠিত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস