কুষ্টিয়া সদর উপজেলায় প্রাচীন দেশীয় খেলা ও আধুনিক ক্রীড়া কৌতুক পাশাপাশি চলে আসছে। দেশীয় খেলা যথাঃ লাঠি খেলা, ঢাল-সড়কি, কাবাডি, হা-ডু-ডু, গাদন, নৌকা বাইচ, সাঁতার, গোল্লাছুট, রাখালদের লড়ি খেলা, ডাংগুলি, মার্বেল, বউচী, বউ খোঁজা, ঘুড়ি উড়ানো প্রভৃতি খেলা চালু রয়েছে। আধুনিক খেলার মধ্যে ফুটবল, হকি, ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল, বাস্কেট বল, টেবিল টেনিস সহ নানা ধরনের খেলা চালু রয়েছে। কুষ্টিয়া সদর উপজেলায় কুষ্টিয়া স্টেডিয়াম নামে একটি স্টেডিয়াম রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস