Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কি সেবা কিভাবে পাবেন

১। ইউনিয়ন পরিষদ সমূহের যাবতীয় কার্যক্রম গ্রহন ও বাস্তবায়ন।

২। গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষণসংক্রামত কার্যক্রম বাস্তবায়ন।

৩। উপজেলা সার ও বীজ বিভাজন।

৪। পরিবার পরিকল্পনা কার্যক্রম বাস্তবায়ন।

৫।শিক্ষাবিষয়ক সহায়তা প্রদান/ বই বিতরণ/ ছাত্র ছাত্রীদের উপবৃত্তি প্রদান।

৬। মাধ্যমিক শিক্ষাকমিটির সভা আহবান ও সিদ্ধান্ত বাস্তবায়ন।

৭। ভূমিহীন পরিবারের মধ্যে খাস জমি বন্টনের কার্যক্রম গ্রহন ও ভি, পি  সম্পতির লীজ নবায়ন।

৮। বিধবা ভাতা/ স্বামী পরিত্যাক্তা ভাতা/ বয়স্ক ভাতা প্রদান।

৯। জনস্বাস্থ্য বিষয়ক শতভাগ সেনিটেশন ও সুপেয় পানি সরবরাহের কার্যক্রম গ্রহন।

১০। এ,ডি,বি কার্যক্রম বাস্তবায়ন/ বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় নির্মান কার্যক্রম বাস্তবায়ন।

১১। ২০ একর নিম্নের জলমহল ইজারা প্রদান ।

১২। ভি, জি,ডি প্রোগাম বাস্তবায়ন।

১৩। প্রতীবন্ধী বাছাই কার্যক্রম সম্পাদন।

১৪। বি,আর, ডি, বি / যুব উন্নয়ন দপ্তরে বিভিন্ন প্রকার ঋণ প্রদান কার্যক্রম বাস্তবায়ন।

১৫। সার্টিফিকেট মামলা গ্রহন ও নিষ্পত্তি করণ।

১৬। সমবায় ও অশ্রায়ন/ আবাসনের ঋণ প্রদান কার্যক্রম বাস্তবায়ন।

১৭। হাট বাজার ব্যবস্থাপনা