বিষয়ঃ ২০১১-১২ অর্থ বছরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ হইতে যে সমসত্ম কার্যক্রম পরিচালিত
হচ্ছে তার সর্বশেষ সংক্ষিপ্ত বিবরণ নিম্নরুপঃ
১। গ্রাঃ অবকাঠামো সংস্কার (খাদ্যশস্য) সাধারন কর্মসূচীঃ ২০১১-১২ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো
সংস্কার (কাবিখা) সাধারন কর্মসূচীর
আওতায় ২৮২.৪৩৮৮ মেঃ টন চাউলের
বরাদ্দ পাওয়া গেছে। উক্ত বরাদ্দ প্রাপ্ত
চাউলের মধ্যে থেকে ৩৬টি প্রকল্পের
বিপরীতে ২৮২.৪৩৮৮মেঃ টন চাউলের
ছাড় দেওয়া হয়েছে। কাজের অগ্রগতি
১০০%। ইহা ছাড়াও ২য় পর্য্যায়ে,
১৯৬.৪০৫৪ মেঃ টন গমের বরাদ্দ
পাওয়া গেছে । ২১টি প্রকল্প গ্রহণ করা
হয়েছে। উক্ত বরাদ্দ কৃত গমের থেকে
২১টি প্রকল্পের বিপরীতে ১৯৬.৪০৫৪
মেঃ টন গমের ছাড় করা হয়েছে,কাজের
অগ্রগতি ১০০%।
২। গ্রাঃ অবকাঠামো সংস্কার (খাদ্যশস্য) বিশেষ কর্মসূচীঃ ২০১১-১২ অর্থ বছরে গ্রামীণ
অবকাঠামো সংস্কার (কাবিখা)
বিশেষ কর্মসূচীর আওতায় মাননীয়
জাতীয় সংসদ সদস্য ৭৭, কুষ্টিয়া-৩
নির্বাচনী এলাকার জন্য ২৫০.০০০
মেঃ টন চাউলের বরাদ্দ পাওয়া
গেছে উক্ত চাউলের বিপরীতে ২৯টি
প্রকল্প গ্রহন করা হয়েছে। উহার
মধ্যে থেকে ২৯ (উনত্রিশ) টি
প্রকল্পের কাজ শুরু ও শেষ করার
জন্য২৫০.০০০ মেঃ টন চাউল
ছাড় করা হয়েছে কাজের অগ্রগতি
১০০%।
২য় পর্যায় ২৫০.০০ মেঃ টন গমের
বরাদ্দ পাওয়া গেছে। উহার
বিপরীতে ৩৬টি প্রকল্পের ২৫০.০০
মেঃ টন গমের ছাড় দেওয়া হয়েছে
কাজের অগ্রগতি ১০০% ।
৩। গ্রাঃ অবঃ সংস্কার (নগদ অর্থ) সাধারন কর্মসূচী ঃ এই কর্মসূচীর আওতায় এখন পর্যমত্ম
কোন নগদ অর্থের বরাদ্দ পাওয়া যায়
নাই।
৪। গ্রাঃ অবঃ সংস্কার (নগদ অর্থ) বিশেষ কর্মসূচী ঃএই কর্মসূচীর আওতায় এখন পযমত্ম
কোন নগদ অর্থের বরাদ্দ পাওয়া যায়
নাই।
৫। গ্রাঃ অবঃ সংস্কার(খাদশস্য) বিশেষ কর্মসূচী ঃ এই কর্মসূচীর আওতায় সরাসরি
মন্ত্রণালয় হতে কুষ্টিয়া সরকারী কলেজ
মাঠে মাটি ভরাট এর জন্য ১২৫.০০০
মেঃ টন চাউলের বরাদ্দ পাওয়া
গেছে।সমুদয় চাউল ছাড় করা
হয়েছে। কাজের অগ্রগতি ১০০%
৬। গ্রাঃ অবঃ সংস্কার(খাদশস্য) বিশেষ কর্মসূচী ঃ ইহা চাড়াও ২টি আশ্রয়ন প্রকল্পের জন্য
১৫০.০০ মেঃ টন গমের বরাদ্দ পাওয়া
গেছে। এবং ১৫০.০০০ মেঃ টন গম ছাড়
করা হয়েছে। প্রকল্পের কাজ যথাযথ ভাবে
সমাপ্ত হয়েছে, কাজের অগ্রগতি ১০০%।
৭। গ্রাঃ অবঃ রক্ষনাবেক্ষন (খাদ্যশস্য) সাধারন কর্মসূচী ঃ২০১১-১২অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো
রক্ষনাবেক্ষন (টি.আর) সাধারন কর্মসূচীর
আওতায় ১৬১.৩৭৬ মেঃ টন গমের বরাদ্দ
পাওয়া গেছে। উক্ত গমের বিপরীতে ১০৭টি
প্রকল্প গ্রহন করা হয়েছে। এবং সমুদয়
খাদ্যশস্য ছাড় করা হয়েছে। কাজের
অগ্রগতি ৯০% ।
কুষ্টিয়া পৌরসভার জন্য ১৯.৪০১ মেঃ টন
গমের বরাদ্দ পাওয়া গেছে। উক্ত গমের
বিপরীতে ১১টি,প্রকল্প গ্রহন করা হয়েছে।
এবং সমুদয় খাদ্যশস্য ছাড় করা হয়েছে।
কাজের অগ্রগতি ৯০% ।
২য় পর্যায়ে কুষ্টিয়া পৌরসভার অনুকুলে
২২.৬৩৪৩মেঃ টন চাউলের বরাদ্দ পাওয়া
গেছে। বরাদ্দ কৃত চাউলের বিপরীতে ৮টি
প্রকল্প গ্রহণ করা হয়েছে। এবং সমুদয়
চাউল ছাড় করা হয়েছে। কাজের
অগ্রগতি ৮৫%।
২য় পর্যায়ে কুষ্টিয়া সদর উপজেলার জন্য
১৮৫.২৪৫৬ মেঃ টন চাউলের বরাদ্দ
পাওয়া গেছে। উহার বিপরীতে ১১৬টি
প্রকল্প অনুমোদিত হয়েছে। যাহার মধ্যে
থেকে ১৮৫.২৪৫৬ মেঃ টন চাউল ছাড়
দেওয়া হয়েছে। কাজের অগ্রগতি ৮০%।
৮। গ্রাঃ অবঃ রক্ষনাবেক্ষন (খাদ্যশস্য) বিশেষ কর্মসূচী ঃএই কর্মসূচীর আওতায় নির্বাচনী এলাকা
ভিত্তিক মাননীয় সংসদ সদস্য মহোদয়ের
অনুকুলে ৩০০.০০ মেঃ টন চালের বরাদ্দ
পাওয়া গেছে। উহার বিপরীতে ১১৮ টি,
প্রকল্প তালিকা মাননীয় সংসদ সদস্যের
নিকট থেকে পাওয়া গেছে। উহার মধ্যে
থেকে ১১৬টি প্রকল্পের বিপরীতে ২৯৬.০০
মেঃ টন চাউল ছাড় করা হয়েছে। কাজের
অগ্রগতি ৮০%। ২য় পর্যায়ে ২৭৫.০০
মেঃ টন চালের বরাদ্দ পাওয়া যায়। উহার
বিপরীতে মাননীয় জাতীয় সংসদ সদস্য
মহোদয় ১৩৩টি প্রকল্প দাখিল করেছেন।
উহার মধ্যে থেকে ২৭৩.০০ মেঃ টন
চাউল ছাড় করা হয়েছে। কাজের
অগ্রগতি ৫০%।
৯। গ্রাঃ অবঃ রক্ষনাবেক্ষন (নগদ অর্থ) সাধারন কর্মসূচীঃ এই কর্মসূচীর আওতায় এখন পর্যমত্ম কোন
বরাদ্দ পাওয়া যায় নাই।
১০। গ্রাঃ অবকাঠামো রক্ষনাবেক্ষন (অর্থ) বিশেষ কর্মসূচীঃএই কর্মসূচীর আওতায় এখন পর্যমত্ম কোন
বরাদ্দ পাওয়া যায় নাই।
১১। বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় ১ম পর্যায়
ব্রীজ/কালভার্ট নির্মান প্রকল্প ঃ ২০১১-১২ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর
আওতায় ১ম পর্যায়ে ব্রীজ/কালভার্ট নির্মানের
জন্য ১৯,৯৬,৯২০/- টাকা বরাদ্দ পাওয়া
গেছে। উক্ত অর্থের বিপরীতে গৃহীত উজানগ্রাম
ইউনিয়ন এর ‘‘উজানগ্রাম জি.সি হইতে
হরিনারায়ণপুর জি.সি রাস্তায় উজানগ্রাম বাজার
সংলগ্ন ঈদগাহ’’র নিকট ৩৩' ফুট আর.সি.সি
ব্রীজ/কালভার্ট নির্মান কাজ সম্পন্ন হয়েছে।
কাজের অগ্রগতি ১০০% ২০১১-১২অর্থ বছরে
বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় ২য় পর্যায়ে
ব্রীজ/কালবার্ট নির্মানের জন্য ২২,৩১,৮০৯/-
টাকা বরাদ্দ পাওয়া গেছে। উক্ত অর্থের
বিপরীতে জিয়ারখী ইউনিয়নের‘‘বেলঘরিয়া
কলোনী পাড়া এন-৩ খালের উপর ৩৩' ফুট
আর.সি.সি ব্রীজ/কালভার্ট নির্মান প্রকল্পের কাজ
সম্পন্ন হয়েছে। কাজের অগ্রগতি ১০০%
১২। অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী ঃ ২০১১-১২ অর্থ বছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান
কর্মসূচীর আওতায় ৭৬৩ টি কার্ডের বিপরীতে শ্রম
মুজুরী বাবদ ৫৩,৪১,০০০/-, নন-ওয়েজ কষ্ট বাবদ
৫,৯৩,৪৪১/- টাকা এবং সর্দ্দারের মুজুরী বাবদ
১,৪০,০০০/- টাকা বরাদ্দ পাওয়া গেছে। শ্রম
মুজুরীর অর্থ সংশ্লিষ্ট ব্যাংকে স্থানামত্মর করা হয়েছে।
প্রকল্পের কাজ সুষ্ট ও সুন্দর ভাবে সমাপ্ত হয়েছে।
অগ্রগতি হার ১০০% (৪০ কার্যদিবস)।
২য় পর্যায়ে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর
আওতায় ৩৮২টি কার্ডের বিপরীতে শ্রম মুজুরী বাবদ
২৬,৭৪,০০০/= শ্রমিক সর্দার বাবদ/=নন ওয়েজ
কষ্ট বাবদ ২,৯৭,১০৯/= টাকার বরাদ্দ পাওয়াগেছে।
প্রকল্পের কাজ গত ১৫/৪/২০১২ খ্রিঃ তারিখ হতে
শুারু করা হয়েছে এবং কাজ সমাপ্ত হয়েছে।
১৩। ভি.জি.এফ কর্মসূচী ঃ ২০১১-১২ অর্থ বছরে ভি.জি.এফ কর্মসূচীর আওতায়
ঈদুল ফিতর ও ঈদুল আযহার জন্য ৩২,২০০ কার্ডের
বিপরীতে ৩২২.০০০ মেঃ টন চাউলের বরাদ্দ পাওয়া
গেছে। যাহা সুষ্ট ও সুন্দর ভাবে উপকারভোগীদের
মধ্যে বিতরণ করা হয়েছে।
১৪। ঝঁ^ুকি হ্রাস কর্মসূচী ঃ ঝুঁকি হ্রাস কর্মসূচীর আওতায় ৩৫,০০,০০০/- টাকার
বরাদ্দ পাওয়া যায়। উক্ত অর্থ ৪০০ জন
উপকারভোগীর মধ্যে ঋণ হিসাবে ২৬,৭৫,৬৭৫/-
টাকা এবং অনুদান হিসাবে ৮,২৪,৩২৫/- টাকা
বিতরণ করা হয়েছে। এ পর্যন্ত ২৭,৯৫,৪৬৩/-টাক
আদায় করা হয়েছে। আদায়কৃত টাকার মধ্য হতে
২৫,২৬,৯৪৩/- টাকা সরকারী কোষাগারে জমা
প্রদান করা হয়েছে। ৭,০৪,৫৩৭/- টাকা বর্তমানে
আদায়যোগ্য।
২০১২-২০১৩ অর্থ বছরে চলমান (সকল) প্রকল্পের কাজের সভার কার্যবিবরণীর অগ্রগতির প্রতিবেদন প্রেরণ
উপজেলা ঃ কুষ্টিয়া সদর । জেলাঃ কুষ্টিয়া। প্রতিবেদনের তারিখঃ
ক্রমিকনং | খাতের নাম | বরাদ্দকৃত খাদ্যশস্য/টাকা | গৃহীত প্রকল্প সংখ্যা | শ্রমিক সংখ্যা | উত্তোলিত খাদ্যশস্য/টাকা | কাজের অগ্রগতি% | মমত্মব্য | |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | |
১ | গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষণ (টি, আর) সাধারন কর্মসূচীর ১ম পর্যায় | ১৮৫.২৫৬৭ মেঃ টন | ৬৬টি | - | ১৮৫.২৫৬৭ মেঃ টন | ৯৫% | প্রকল্পের কাজের বাঁকী ৫% এর মূল্যায়ন চলছে। | |
২ | গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষণ (টি, আর) বিশেষ কর্মসূচীর ১ম পর্যায় | ৩০০.০০০ মেঃ টন | ৮১টি |
| ৩০০.০০০ মেঃ টন | ৯৫% | ঐ | |
৩ | গ্রামীণ অবকাঠামো সংস্কার (কিাবিখা) সাধারন কর্মসূচীর ১ম পর্যায় | ২০২.৩৯৪৬ মেঃ টন | ১৭টি |
| ২০২.৩৯৪৬ মেঃ টন | ১০০% |
| |
৪ | গ্রামীণ অবকাঠামো সংস্কার (কিাবিখা) বিশেষ কর্মসূচীর ১ম পর্যায় | ৩০০.০০০ মেঃ টন | ৩০টি |
| ৩০০.০০০ মেঃ টন | ১০০% |
| |
৫ | গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষণ (টি, আর) সাধারন কর্মসূচীর ১ম পর্যায় পৌরসভা | ২১.৩৬১৯ মেঃ টন | ০৮টি |
| ২১.৩৬১৯ মেঃ টন | ১০০% |
| |
৬ | আবাসন প্রকল্প | ৩৭৫.০০০ মেঃ টন | ০২টি |
| ৩৭৫.০০০ মেঃ টন | ১০০% |
| |
৭ | অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী ১ম পর্যায় | ৩৩,০৪,০০০/- | ১৫টি | ৪৭২টি | ৩২,৭৮,৯৭৫/- | ৯৯.২৪% |
| |
৮ | গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষণ (টি, আর) সাধারন কর্মসূচীর ২য় পর্যায় | ১৮৫.২৫৬৭ | ৯৩টি | - | ১৮৫.২৫৬৭ মেঃ টন | ৯৫% | প্রকল্পের কাজের বাঁকী ৫% এর মূল্যায়ন চলছে। | |
৯ | গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষণ (টি, আর) বিশেষ কর্মসূচীর ২য় পর্যায় | ৩০০.০০০ মেঃ টন | ১১৪টি |
| ৩০০.০০০ মেঃ টন | ৯৫% | ঐ | |
১০ | গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) সাধারন কর্মসূচীর ২য় পর্যায় | ২০২.৩৯৪৬ মেঃ টন | ১৭টি |
| ২০২.৩৯৪৬ মেঃ টন | ১০০% |
| |
১১ | গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) বিশেষ কর্মসূচীর ২য় পর্যায় | ৩০০.০০০ মেঃ টন | ৩৫টি |
| ৩০০.০০০ মেঃ টন | ১০০% |
| |
১২ | গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) বিশেষ কর্মসূচীর আওতায়। | ১৫০.০০ মেঃ টন | ২০টি | - | ১৫০.০০০ মেঃ টন | ১০০% |
| |
১২ | গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষণ (টি, আর) বিশেষ কর্মসূচীর ২য় পর্যায় সংরক্ষিত ও বিভাগীয় কমিশনার মহোদয় কর্তক প্রেরীত | ১৬.০০০ মেঃ টন | ০৬টি | - | ১৬.০০০ মেঃ টন | ১০০% |
| |
১৩ | গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষণ (টি, আর) সাধারন কর্মসূচীর ২য় পর্যায় পৌরসভা | ২১.৩৬১৯ মেঃ টন | ০৮টি |
| ২১.৩৬১৯ মেঃ টন | ১০০% |
| |
১৪ | অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী ২য় পর্যায় | ৩৩,৬০,০০০/- | ১৪টি | ৪৮০টি |
সাইটটি শেষ হাল-নাগাদ করা হয়েছে:
২০২৫-০১-১৫ ১১:৫৬:৫৩
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস |