কুষ্টিয়া সদর উপজেলা নৈতিকতা কমিটির ১ম সভায় জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পণা ও বাস্তবায়ন পরিবীক্ষণ কাঠামো ২০১৭-২০১৮ এর আলোকে অত্র উপজেলায় নিম্নোক্ত কার্যাবলী গ্রহনের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়।
প্রতি কোয়ার্টারে নূন্যতম ১টি করে সভা করার এবং সভায় গৃহিত সিদ্ধান্ত বাস্তবায়নের হার ও লক্ষ্যমাত্রা নির্ধারনের সিদ্থান্ত হয়।
মাঠ পর্যায়ের কার্যালয়সমূহের কর্মচারীদের মাঝে শুদ্ধাচার বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য অফিসে অফিসে সভা করার সিদ্থান্ত হয়।
কর্মচারীদের মাঝে শুদ্ধাচার চর্চার জন্য পুরস্কার প্রদানের সিদ্ধান্ত হয়।
জনসেবা সহজীকরণের লক্ষ্যে সকল অফিসে পরিবর্তীত ফরম্যাটে সেবা প্রদান প্রতিশ্রুতি (সিটিজেন চার্টার) প্রণয়ন করে প্রতিশ্রুতিতে বর্ণিত সময়সীমার মধ্যে সেবা প্রদানের সিদ্থান্ত হয়।
জনসেবা সহজীকরণের লক্ষ্যে উদ্ভাবনী উদ্যোগ গ্রহন ও সেবা পদ্ধতি সহজীকরণের সিদ্থান্ত হয়। বিশেষ করে এই কোয়ার্টারে প্রত্যেক অফিসে কমপক্ষে ১ টি করে সেবার বিদ্যমান পদ্ধতি সহজীকরণ উদ্যোগ গ্রহন করে পরবর্তী সভায় তার ফলাফল উপস্থাপনের সর্বসম্মত সিদ্থান্ত হয়।